আছি

Photo of author

By Alam M

হারাবার ভয় কিসে?
ডায়েরির পাতা ধরে রেখেছে যে আলোর স্মৃতি
ধূসর সোনালী হয়ে।
কলমের কালিও গোধূলীর রঙে
রেখেছে ধরে পরশমণি, হাতের ছোঁয়া…
অনুভবে কি পাও, সেই মধুমায়া ক্ষণ?

তুমি শিশির বিন্ধুর ‘পরে যখন আমি
ভোরের রোদ হয়ে আসি, তখন
হ্যাঁ – ঠিক তখন তুমি
যেভাবে হাসি দিয়ে আলোকছটা ছড়াও
সে আলোর ‘পরের ধুলো বালিও
হাসতে থাকে…
দেখতে কি পাও?

আছি। আছি তো এখানেতেই তোমার;
আর –
বলছি আমি ডায়েরির পাতা থেকে!