Select Page

আমি নিত্য ভুলে যাই

আমি নিত্য ভুলে যাই

আমি নিত্য ভুলে যাই
কারা ভালবাসায় পদ্ম ফোটায়
বরং কষ্টের মেঘগুলিকে
আদর করে বৃষ্টি ঝরাই।

আমি নিত্য ভুলে যাই
বাহারী সকল রঙ পৃথিবীর
কেবল রঙধনুর সাতরঙ
আমার মন কেড়ে নেয়।

আমি নিত্য ভুলে যাই
ছুঁয়ে দিতে নিজ অন্তর
প্রচেষটা আমার প্রতিনিয়ত
ছুঁই আলোয় ভরা প্রতিটি সকাল।

আমি নিত্য ভুলে যাই
স্বপ্ন কিনে নিজ বাড়ি সাজাই
শয়নে সবপনে জাগরণে
রূপকথা আমাকে স্বপ্ন দেখায়।

About The Author