হৃদয়ের ক্ষত

Photo of author

By Alam M

শরীরের কোথাও কেটে গেলে
রক্ত ঝরে, ক্ষত দেখেও আঁচ
করা যায় কতটা কেটেছে,
হয়েছে কতটা রক্তক্ষরণ….
কিন্তু হৃদয়!!
হৃদয়ে যখন রক্তক্ষরণ হয়
তখন কিভাবে বুঝবে?
কিভাবে কতটা কষ্ট সয়ে
হৃদয় ক্ষতবিক্ষত হয়?
নীরবে রক্তক্ষরণ হৃদয়কে
ধীরে ধীরে কতটা
ঝাঝড়া করে ফেলে?
অসংখ্য ক্ষত নিয়ে কিভাবে
হৃদয় হয়ে যায় শক্তিহীন?
হয়তো দৃশ্যমান কিছুই থাকেনা
কিন্তু অদৃশ্য ব্যাথায় কুকড়ে
যাওয়া হৃদয় আর কখনোই
স্বাভাবিক হয়না….
শরীর এর ক্ষত শুকিয়ে যায়
সময়ের সাথে কিন্তু
হৃদয়ের ক্ষত সারেনা
আর কোনো অজুহাতেই…..
ভালোবাসার অভাব, স্পর্শ সুখের অভাব,
অবহেলার আধিক্য, অহংকার এর দাপট,
কষ্ট দেয়ার মানসিকতা ইত্যাদি নানান অজুহাতে
হৃদয় আহত হয়….. আহত হৃদয় ধীরে ধীরে
মুমূর্ষু হয়ে পরে তারপর একদিন নিশ্চুপ হয়ে যায়….
আর কোনো যত্নহীন ভালোবাসার প্রলেপের
প্রয়োজন হয়না….
জমেনা আর কোনো অভিমানের বুদবুদ…..
সৃষ্টি হয়না আর কোনো দুঃখবিলাসী গল্প…