প্রাপ্তিটা সোনালী ফসলের মত
মনে হয় মুঠো মুঠো ভরে নিই
আর উড়িয়ে দিই ফসলের মাঠে,
যেখানে সবুজে হলুদে মিশে রয়
নীল আকাশ আর দূর দিগন্তরেখায়।
জীবনও সেইরকম কখনও হাহাকার
কখনওবা আনন্দের আতিশয্য
বয়ে চলে ফল্গুধারায়।
বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়ায়
ভালোবাসা প্রেমে আমার কাব্যগাথায়
সবার মুগ্ধতার অপার ভালোবাসায়।
কত কত বন্ধু স্বজন
মুঠো মুঠো ভালোবাসা নিই আর
বিলিয়ে দিই সকলের মাঝে,
বই মেলার গোধূলি সন্ধ্যার
আবীর আভায়,
যে আবীরে আমি রাঙিয়ে নেই
নিজ হৃদয়।
লেকের স্বচ্ছ জলে
সুর্য ডুবার ক্ষণে,
সোনালী ঝিলিক
মনের সূবর্ণরেখায়,
ঢেউ তুলে যায় এই মনে
জীবন ভাবনায় প্রাপ্তির আনন্দ ছটায়।
~শাহনাজ পারভীন মিতা