Select Page

আজ ১০ই ফেব্রুয়ারী প্রয়াত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার এর জন্মদিন

আজ ১০ই ফেব্রুয়ারী প্রয়াত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার এর জন্মদিন

১০ ফেব্রুয়ারি, ১৯৩৮ইং তারিখে প্রয়াত এই গুণী শিল্পী আব্দুল জব্বার এর জন্ম হয়েছিলো। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়। এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।

 

About The Author