হালুম মামা

Photo of author

By Surajit Paul

হালুম মামা দিচ্ছে হামা
ঘাপটি মেরে বসে।
কোথায় গেল শিকার তার
পাগল হয়ে গেছে।

ছুটছে দেখ হরিণ ছানা
জীবন হাতে লয়ে।
দেখছে দেখ ঈগল ছানা
মগডালে তে বসে।

বাঁদর দেয় লম্ফঝম্ফ
জানতে পারে সবাই।
কিচিরমিচির আওয়াজ তোলে
গাছের পাখি রাই।

হালুম ব্যাটা ক্ষেপে উঠে
লাফ দেয় গাছে।
বাঁদর ব্যাটা শুরুতে করে
অন্য গাছে ওঠে।

পাখিরা সব ভয় পেয়ে
উড়ছে দেখ আকাশে।
হালুম মামা হাঁটু গেড়ে
দেখছে দেখ সবারে।

উল্লুক ব্যাটা চ্যাঁচায় জোরে
বাঘের হালত দেখে।
হরিণ ছানা দূরে দাঁড়িয়ে
হাঁপ ছেড়ে বাঁচে।

সুরজিৎ পাল
২৮.০২.২০২২