এখন গ্রহণের চাঁদ দেখতে হয়,
অথচ গ্রহণ তো লেগেছিল-
সেদিনই, যেদিন তুমি ঘর ছেড়েছিলে…
হারিয়েছিলে আলো, ঢেকেছিলে আকাশ।
তুমি হয়েছিলে নিজেই গ্রহণের লাল চাঁদ,
অন্ধকারের আড়ালে লুকানো দীপ্তি,
আমার সমস্ত রাত্রি জুড়ে তখন
জোৎস্না নয়, কেবলই ছায়ার বিস্মৃতি।
তবুও জানি, আলো থাকে গোপনে,
গ্রহণ শেষে ফেরে তার জোছনা,
হয়তো একদিন তুমি ফিরবে আবার
আঁধার পেরিয়ে হবে ভোরের প্রতিচ্ছবি।
©আলম – ৮ সেপ্টেম্বর ২০২৫ইং, বেলা ১১:০৭
ছবি ক্রেডিট: Shimu Koli