লিখতে লিখতে হাত পেকেছে
হাত ছিল যে কাঁচা,
ছোট বেলায় কলম দিয়ে
করতে দেয়ালে আঁকা।
ধাপে ধাপে বড় হলে
এবার আঁকলে ছবি,
ছবি নিয়ে নির্মাণ করলে
অক্ষর মিলিয়ে কবি।
জগবন্ধুর ছবি এঁকে
জগত্ জোড়া নাম,
নামের মতো নাম শেখালে
তাঁর কতো সম্মান।
জীবন যুদ্ধে গড়ে তুলতে
ছড়িয়ে দিলে জ্ঞান,
নামটা তাঁহার খোকা বাবু
মায়ের বুকের জবান।
আয়রে আমার সোনার ছেলে
আমার বুকে আয়,
তুই যে আমার ছোট খোকা
বিশ্বে জ্ঞান ছড়ায়।
কিনে নিতে দাম বেড়েছে
যত বেশি চাও,
বিক্রি হলে তুমি খোকা
পণ্য বনে যাও।
আমার খোকা বড় হয়েছে
গর্বে ভরা বুক,
দেশের জন্য জীবন পাতায়
রইলো না আর দুঃখ।
কাঁচা হাত পাকা আজ
দেশের খাঁটি সোনা,
যুবক ছেলে ধরছে হাল
দেশের মানুষ জানা।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ
১৮ই ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
সময়- ২ টা ২০ মিনিট
ঢাকা, বাংলাদেশ।