হও না তুমি সূর্য উঠা ভোর,,
আমি হবো বিন্দু বিন্দু শিশির কনা
হও না তুমি এক ঝাঁক পাখি
সুন্দর সকালের শুরুতে তোমায় দেখি।
স্নিগ্ধ হাওয়ায় মন ভাসাবো
কুয়াশার ভীরে নিজেকে হারাবো
সবুজ ঘাসের পথটি বেয়ে
ঐ না দূরের গ্রাম পেরোবো।
ফিরবো পথে সময় হলে
নতুন সকালের শুরু নিয়ে
রাতের গভিরে হারানো দিন
খুঁজবো আমি খুব করে রঙিন।
আগোছালো সব ভাবনা গুলো
শিশির কনায় দেবো ছড়িয়ে
এক ঝাঁক পাখির ভীরে
মনের সুখে যাবো হারিয়ে।
হারাবো আবার ফিরবো আবার
নতুন সকালের শুরু তে
দিন গরিয়ে রাত্রি এলে
স্বপ্নরা খেলা করে চোখের পাতা তে।