পায়ে আমার ঘুঙরু
কখনো তাতে তাল উঠেনি।
হঠাৎ একদিন অযথাই চেষ্টা
একপা দু পা চলতে থাকা
তা আজও থামেনি।
আকাশ ভরা তারার রাতে
বাইরের উঠোন’টাতে
চলতে থাকা আমার পায়ে
মিলে গেলো তাল তাতে।
হাত দুটো মেলে দিলাম
পাখির ডানার মতো,
তারা’রা মাথার উপর
কতো শত শত।
এক ঐশ্বরিক ক্ষমতা
ভর করে আমায়,
রুহ টেনে আমার
অজানা কোথায় নিয়ে যায়।
ঘুরছি আমি লাটিমের মতো
দ্রুত নয়, খুবই ধীর
সুগন্ধ বাতাসে
হবে কোনো রঙিন ফুল
নয়তো বা অতসীর।