হঠাত ঘুম ভেঙ্গে যায়। তখন ভোর চারটা বাজে। এক বন্ধুকে কয়েক লাইন লিখে ইনবক্স করলাম। অতঃপর হয়ে গেলো “ঘুম ভাঙ্গার গল্প”।
তুমি এসেছিলে কবিতা হয়ে
স্বপনে
আড়ি ভেঙ্গে
আমি হাত বাড়িয়ে রেখেছি
হাতে কবিতা আমার
তুমি পলক ফেলছোই না
চোখের!
কি দেখছো অমন করে?
এসেছি ঘুম ভাঙাতে,
আর কত থাকবো আড়ি করে!
তোমার হাতের কবিতায়
চোখ অপলক!
আমার হারিয়ে যাওয়া
নাকের নোলক!
কিভাবে তুমি পারো!
বার বার কবিতায় আমায়
আসতে বারন করো?
ঘুম ভাঙ্গিয়ে আবার আড়ি?
তুমিই কবিতা
তুমিই নোলক
তুমিই কপালের একপাতা টিপ, আর
আমার স্বপনের পবন
পাল তুলো না মাঝি এখন
বইছে পবন ভারি
স্বপনেই আসি
তুমি থাকো
করবো না সেথায় আড়ি
©আলম – ফেব্রুয়ারী ৭, ২০২২ইং সোমবার, ভোর ৪টা ২১ মি.

আমি আলম — শব্দের একজন লেখক এবং দৈনন্দিন মুহূর্তের মাঝে লুকানো গল্পগুলোর এক অনুসন্ধানী। আমার লেখার মাধ্যমে আমি ক্ষণিকের ভাবনাগুলোকে এমন বাক্যে রূপ দিতে চাই, যা পাঠের অনেক পরেও মনে রয়ে যায়। শব্দ আমার ক্যানভাস, আর গল্প আমার রঙ — যেগুলো দিয়ে আমি আঁকি।
কালিকলম পাঠকই যার লেখক, লেখকই যার পাঠক