বন্ধুত্ব বেঁচে থাকে পাঁজরের হাড়ে

Photo of author

By Mohammed Shams Uddin

ভেঙ্গে যায় অনু, চশমার গ্লাস
ভেঙ্গে যায় পরমাণু-ইলেকট্রন-প্রোটন;
ভেঙ্গে যায় হিমবাহ সুতীব্র উত্তাপে
ভেঙ্গে যায় মৃত্তিকার সুদৃঢ় বন্ধন।

ভেঙ্গে যায় আশা বালুচরে বাঁধা
ভেঙ্গে যায় রক্তের লোহিত কণিকা;
ভেঙ্গে যায় হৃদয়ের খনিজ বিশ্বাস
ভেঙ্গে যায় দুমড়ানো দেহ-কশেরুকা।

একদিন এভাবে সব ভেঙ্গে যায়
ঝনঝন ভেঙ্গে যায় শরীরের কোষ;
মহাকাল ভাঙ্গে তার তারকারাজি
ভাঙ্গিনা বন্ধু আমি, ত্রিপদপুরুষ।

ভাঙ্গেনা কাঁধে রাখা বন্ধুর হাত
ভরসার কুলে রাখা আস্থার পাড়ে;
দাঁড়ের টানে যায় সবকিছু ভেসে
বন্ধুত্ব বেঁচে থাকে পাঁজরের হাড়ে।

~আরণ্যক শামছ