স্বাধীনতা তোমার ঠিক ঐ টুকুন’ই

Photo of author

By Fowjia Sultana

বেলা তোমার বুকে নোনা জলের ফেনিল বুদবুদ,
একটি করে রেখা এঁকে দিয়ে যায় নিশিদিন।

তোমার তটে সারি সারি গাছের চত্বর,
সমীরণে দোলে অকুন্ঠ বাতায়নে।

আকাশে শ্বেত শুভ্র মেঘ দোলে বাঁধা হীনে,
নীলাম্বরী আকাশের মিতালি শ্বেতপুচ্ছের গুঞ্জরণে।

মন বলাকা ওড়ে ঘুড়ির নাটাই ধরে, মনের স্বাধীনতা
তোমার ঐটুকুন’ই যতদূর তুমি ভাববে!

শ্বেতপুচ্ছের মন বলাকা তুমি লীন হবে
তোমার কল্পনার বিহঙ্গে?

কল্পনায় এঁকে যাও তোমার আশাহত
দিনগুলোর প্রচন্ড গুঞ্জরণের তান্ডব।

মন পবণের ইচ্ছে ঘুড়ি তোমার ইতিউতি বিচরণ
দু’দন্ড শান্তি খুঁজে নাও।

মন পবণের বৈঠা চালাও
স্বাধীনতা তোমার ঠিক ঐ টুকুন’ই!

ফৌজিয়া সুলতানা
৮/৫/২২