ফিরে এসো

Photo of author

By Md. Habibul Haq Chayon

ভাবতে পারিনি আজও, সেই তুমি নির্বিবাদে ভুলে যাবে,
ভুলে যেতে পারো এতোটা সহজে,
বেশতো আছো তুমি এ সংসারে,
সকাল বিকেল হাঁটছো সংসদ ভবনের ফুটপাত ধরে,
কিংবা ক্রিসেন্ট লেকের পাড় ধরে,
চন্দ্রিমা উদ্যানে দিচ্ছো চক্কর সম্মোহন ঘোরে,
ঘাম ঝরাচ্ছো শরীরের স্বাস্থ্য সচেতনতার ম্যানিফেস্ট মননে পুষে,
কখনো হাঁটছো গুটি পায়ে নিজস্ব বারান্দায়,
আবার দিগন্ত রেখা বরাবর প্রশস্ত দৃষ্টি রেখে,
নীল আকাশ বুকে খুঁজে বেড়াও অবলীলায় সুখ।
আয়নায় মুখ দেখছো ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে শত রূপে,
একবার লাল টিপ, একবার নীল টিপে সাজাচ্ছো নিজেকে,
কখনো বা আনমনে আঙ্গুলে চুল জড়াচ্ছো,
দেখছো মাথার সিঁথি বেয়ে চলে গেছে বিরান অন্তহীন উদ্যানের পথ,
কোনো এক নিরুদ্দিষ্ট নিরুদ্বেগ গন্তব্যে,
চোখের সামনে মেলে ধরছো করপুট,
হয়তো তোমার করপুটে ঝলমল করছে এই রূপালী শহর,
মন থেকে মুছে ফেলে,
অস্তিত্বের উদ্যান জুড়ে ফোটাচ্ছো তুমি হাজারো গোলাপ,কত বাহারি ফুল,
আজ আমি এসব কিছুই ভাবতে পারিনা।

উদাসী বিকেল হঠাৎ করে আমাকে ভাবায়,
তুমি আমায় ভুলে যেতে পারো,
অনেক আগের পড়া-
কোনো কবিতা বা অমর প্রেম উপন্যাসের পংক্তির মতো,
তখন এক বিলুপ্ত ভয়, ফের কালো শাড়ীতে আমার সম্মুখে এসে দাঁড়ায়,
আমাকে তাড়া করে ফেরে এক দুর্ধর্ষ খুনী জেল পলাতক আসামীর মতো,
কখনো সে মস্তিষ্কের মেঝেতে দূরন্ত পায়চারী করে,
তখন এক জংলী ঘোড়া তার নির্দয় খুরে,
আমাকে ক্ষতবিক্ষত করে রক্ত স্রোতে ভাসায়,
আমার আত্ম চিৎকার শূন্য বাতাসে ঘুরপাক খেতে খেতে,
একসময় নিস্তেজ অসাড় হয়ে নৈঃশব্দ্য গভীরে হারায়,
যেমন পথভ্রষ্ট পথিক পথ হারায় বিশাল কালাহারি মরুভূমির নক্ষত্র বালিয়াড়ির ভেতর।

বুঝি না আমি অতো শত বিদায়ী সাজসজ্জার করুণ মূর্চ্ছনার সুর,
মানি না আমি এতো সব নিয়ম কানুনের বেড়াজাল,
তুমি ফিরে এসো স্মৃতি বিস্মৃতির অতল প্রান্তর পেরিয়ে,
শাড়ীর ঢেউ তুলে, সকল অশ্লীল চিৎকার বর্বর বচসা স্তব্ধ করে,
তুমি ফিরে এসো, ফিরে এসো একবার,
চিলেকোঠার স্বপ্নের মতো মিশে যাও হৃদ স্পন্দনে আমার।

বলতে কি পারো? কোথায় হারালো আমাদের প্রতিটি অঙ্গীকার,
যে অঙ্গীকার গুলো রচিত হয়েছিল,
আমাদের দুজনার চোখের তারায় তড়িৎ বর্ণমালায়,
আমরা কি এঁটে দিইনি আমাদের অঙ্গীকার নামায় আমাদের চুম্বনের সীলমোহর?
আমি ভাবতে পারিনা সেই পবিত্র দলিল আজ,
গড়াগড়ি খায় অনাদর অবহেলায় ধুলোবালি মেখে,নির্জন পথপ্রান্তর অচেনা বাঁকে,
পেছনে রেখে যায় জাগ্রত চোরাবালির এক নিকষ কালো আগামীর টান।

🖋️ মোঃ হাবিবুল হক চয়ন।
__মিরপুর,ঢাকা/ ২৭.০৬.২০২২।