অপেক্ষা

Photo of author

By Fowjia Sultana

অলীক কল্পনা মূখর দিবা- রজনী
তার বিশিষ্টতায় মূর্ত হ’য়ে থাকা।
আলো-ছাঁয়া ঘরের গেলাসি আড্ডা
আর বর্তমান… সর্বত্র ত্রাস!!
বিধ্বস্ত নীলিমার নীচে বসবাস,
প্রকৃতি অবিরাম তার মালিকের কৃতিত্বে!!

শরতের বিদায়ী রোদ…
চনমনে রোদের উপচানোয় মুগ্ধতা
মনের কোনে তুলে রাখা বৈভব!
ঘনবদ্ধ ঝোপের পসরা,
গড়নে ধোয়ামোছা প্রকৃতির সবুজ পট,
মনোঃপটে আনন্দের খোরাক জোগায়!!

শরতের বিদায়ী অভদ্র ভাদ্রের ভ্যাপসা গরমে জীবন ওষ্ঠাগত।
কথায় বলে ভাদ্রের তাল পাকা গরম।
শোনা পর্যন্তই!!
ঋতু চরিত্রের কোন কিছুই মরমে নেই!
মননে শুধু বার মাসের ছড়াছড়ি।
কে তুমি!?
ঘনবদ্ধ ঝোপের পসরা, আচ্ছন্ন করেছ অন্ধকারে নির্মম করে!
অপলক চাহনিতে…
কিছুটা দুঃখ বিরহ,কিছুটা অন্য কিছু… …।

যেন..
সৃষ্টি আর ধ্বংস পাশাপাশি বহমান।
একেকটা গোপন ইতিকথার সুখ,আনন্দ
বিরহ কাতর আকাংক্ষা, কি- বা না পাওয়ার বেদনা!

বিদায়ী শরতের শরতি বারিষ অবিরাম ঝরিছে টুপটাপ!

আশ্বিনের হালকা শিশির ভেজা ভোর
শিউলি তলায় কুঁড়ানো শিউলি ফুলের মালা
বিদায়ী শরত শিউলি মালার গন্ধে ভেজা!!
জড়িয়ে থাকো শরতের মালা হয়েই!
খুঁজব তোমা কোথা?
আকাশের পানে রইব চেয়ে…
কাশফুল নিয়ে তোমার আগমনের অপেক্ষায়!!

ফৌজিয়া সুলতানা
০৯/১০/২০২০ইং