এভাবেই হয় ভালোবাসা

সুন্দর সকালে
সময়টা বেশ
তুমি এসে ভরে দিলে
রয়ে গেলো রেশ।

মোহনীয় ভংগিতে
তাকালে যে তুমি
লজ্জায় লাল হয়ে
মরে গেছি আমি।

তুমি কি লজ্জা
পাচ্ছোনা বলো
দু’চোখের চাহনিতে
সব এলোমেলো।

ভালোবাসা এইভাবে
আসে বুঝি হায়
কথা না বলেও
তো ভালোবাসা যায়।

প্রতিদিন দেখা হয়
কথা হয়না
বলতে চাই যে
সাহস পাইনা।

কেমন লাজুক চোখে
দেখো যে আমায়
চুপ করে যাই আমি
মন হেসে যায়।

তুমি তো আমার তুমি
কবে যে হবে
মনের বাড়িতে
কি সাথে মোর যাবে?