
একটু সহানুভূতি

আমার আহত মনের,
কেউ তো খোঁজ নিয়ে দেখ?
আমার অবস্থা কেমন ?
কতো গভীর হৃদয় ভাঙ্গন?
ভাগ্য আমার বড়ই খারাপ,
এটাকি বিধাতার লেখা পাপ?
কঠিন ভাবে করেছে জরিপ,
জীবনটা পেলনা কোনো তারিফ।
যাকে উদ্ধার কর্তা ভাবলাম,
তার দ্বারাই প্রতারিত হলাম।
চেয়ে ছিলাম ভালোবাসা,
পেলাম বিচ্ছেদ গাঁথা।
যদি জানতাম এতো ব্যাথা,
তাহলে থাকতাম একা।
আমার ভগ্ন হৃদয় গাঁথা,
গলি গলিতে আলোচ্য কথা।
কাগজে লিখতে গিয়ে,
কাগজ গেল ছিড়ে।
প্রথম ভালোবাসার ধাক্কায়,
চোখের জল সবাই ভাসায়?
তাইতো বলি জোর গলায়,
একটু সহানুভূতি তাদের দেখাও।
© সুরজিৎ পাল – ২৩.৫.২০২৫
Recent Comments