একটি মানুষ পোড়ে

Photo of author

By Md. Habibul Haq Chayon

হঠাৎ আজ দেখতে এলে, কি বা এমন দেখার আছে?
ভুলে যাওয়া পথের দিশা, কি প্রয়োজন খুঁজে দেখার,
পোড়ে জীবন সে তো জানে, দহন জ্বালার গহীন তাপে,
একটি মানুষ নিরবধি সকাল সাঁঝে পোড়ে।

নতুন করে দৃশ্য পটে- কি বা আছে ঝালিয়ে নেবার,
রঙিন তোমার জীবন আকাশ, উড়ছে ফানুস রঙ বে-রঙের,
কি যায় আসে পুড়লে জীবন- যাক না পুড়ে গহীন তাপে
একটি মানুষ নিরবধি সকাল সাঁঝে পোড়ে।

মেঘ বৃষ্টি ঝড়ের কোপে- নদীর দু-কূল ফুলছে ফেঁপে
চারদিকে তে নামছে আঁধার – ধ্বংস করে সর্বনাশের,
আগুন যারে ছোঁয়নি কভু- বুঝবে কি সে দহন যাতন,
পোড়ে যে জন সে তো জানে, যাক না পুড়ে গহীন তাপে,
একটি মানুষ নিরবধি সকাল সাঁঝে পোড়ে,
পোড়া ছাড়া তার জীবনে আর কোনো কাজ আছে???