Select Page

একজন আবরারের কান্না

একজন আবরারের কান্না

আমি জ্বলজ্বল করে নিজস্ব আগুনে জ্বলে উঠি
আমি দেখি মৃত্যুর ভয়াবহ রক্তাক্ত সময়
আমি ঘুমালে স্বপ্নে দেখি আবরারের আর্তনাদ
চিৎকার শুনি তন্দ্রার ভেতর
দেখি আবরারের নিষ্পাপ মুখ।

লাঠি-লোহার বড় স্ট্যাম্প উঠেছিল
আবরারের প্রতিটা অঙ্গ প্রত্যেঙ্গে
সে করুন কান্না মাগো, মাগো বাঁচাও, বাঁচাও
আর মারবেননা, আর মারবেন না।

আবরারের আত্মা থেকে ডেকে বলে
জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে
শেষ পর্যন্ত খুনিদের প্রতি সম্মান রেখে বলেছিল
ভাই ভাই গাে আমার শরীরটা খুব খারাপ লাগছে
গলেনি মন একজন হায়নারও
সে চলে গেল অসীম মহাকাশের অন্তে।

বেঁচে আছো, বেঁচে আছো আবরার তুমি
প্রতিটা মানুষের হৃদয়ে, মানুষের চােখের জলে
তুমি অমরত্বে বন্দি হবে
প্রতিটি বাংলাদেশের মানুষের আত্মার ভিতরে
মনের গহীনে, সবার মনে।।

About The Author