তুমিময় দিনটা যেন থাকে অমলিন
কখনো জানবে, পানসে সেই তুমিহীন।
কখনো দিন গুলো যেন দিন নয়
এখনো ঐ দূরে হারানোর যে ভয়,
তুমিময় রাত গুলো চাঁদ– জোছনা
এখন কোথায় তুমি, আমি জানি না।
কোথাও কোনো চলতি পথে হয়ে গেলে দেখা,
ভালো করে দেখো চেয়ে আমি, তুমি হীন একা।
কোথাও কোনো বুক– শপ বা, শপিং মলে
তুমি আমি কব কথা যদি দেখা মিলে।
এই তুমি হীন আমিটা রাত্রির মতো
সুখে–দুঃখে সাথী মোরা গল্প কতশত!
একদিন চলে নাতো ; যদি দেখা না হয়
তখন সময় গুলো স্রোতের মতো বয়।
এখন বইছে সময় কত অনুনয়ে
এমনই করে সময় গুলো যেত যদি বয়ে।
কত করেছি আরজ… কি? একটু দেবে দেখা
তাহলে আর ক্ষণগুলো হতো না আর একা…!
এমনই কত সময় আরো যাবে বয়ে,
একদিন ঘুরবো দু’জন একাকী হয়ে।
একদিন স্মৃতির পাতা স্মৃতির সরণীতে
বসাবে মেলা এক একাকিনীর হয়ে,
সেই দিনও হয়তো জানবে না সখা,
তোমার স্মৃতির ডালা হাতে রয়েছি যে একা…!