এক কাপ চা চৌরাস্তায়
রোজ রোজ সস্তায়
কেটলির জলে
চিনি আর চা’র কড়া পাতি
মাখামাখি
আমি শুধু দাঁড়িয়ে থাকি!
রাত জাগে কোলাহল থামে
নিয়নের আলো ঝলমল
ডুবুডুবু মনে
ঢুলুঢুলু চোখে
আমার শুষ্ক কণ্ঠ আকন্ঠ
লিকারের তরলতায় পিপাসার্থ!
নিশীথের এই নেশা
সতন্ত্র সাকীর মতো
যতো আনন্দ আপ্লূত হয়
বুকের অগভীর বাঁকে
তখনই হাঁকে
এক পেয়ালা নেশা!
মন আমার
নেশা তৃষ্ণায়
আদ্রতা আনে ভেজা ভেজা
অতন্দ্র প্রতীক্ষায়
হাত বাড়ায়
শুধু এক কাপ চা!!
এক কাপ চা
দুধ চা, র চা
ধুমায়িত…
বাষ্প ছড়ায়ে
মনে করায়ে
দেয় তোমারে!
একার সাথে তুমি
ভাবনায় তখন আমি
হাতে এক কাপ চা
দুধ চা, র চা
ধুমায়িত…
Comments are closed.