এক ফালি চাঁদ

রাত ১০: ২৫ মিনিট। রুপা রান্না ঘরে দুধ গরম করে জানালা বন্ধ করতে গেলো। হঠাৎ ওপরে নজর পড়লো কিছুটা দূরেই দুটো বড় নারকেল গাছের মাঝখানে এক ফালি চাঁদ। ভীষন ভালো লাগলো রুপার। অনেক দিন চাঁদের সাথে দেখা হয় না,কথাও হয় না।

রুপা তাকিয়েই আছে শুধু। কি সুন্দর দেখতে দুটো গাছের মাঝ থেকে উঁকি দিচ্ছে। এ যেনো অন্যরকম ভালোলাগা। একদমই আনমনে চেয়ে ভাবছে , ভাবছে তো ভাবছেই। হঠাৎ চমকে ওঠে রুপা। অনিমেষ ডাকছে রুপাকে।

আরেকটু সময় কি চাঁদের সাথে কাটানো যেতো না?? মনে মনে চাঁদের সাথে কতো কথা হয়েছিলো।রুপার ভাবনা গুলো হারিয়ে যায় নিমিষেই।

লীনা ফারজানা
১৯-৮-২০২১ইং