শহর জুড়ে বৃষ্টি নামুক।
সিক্ত হোক ধরণী,
মেতে উঠুক প্রকৃতি,
নতুনত্বের সতেজ আলিঙ্গনে।
সুপ্ত হোক লাজুকলতা,
হয়ে উঠুক চঞ্চলতা,
প্রভাতটা হোক গোধূলির প্রহর,
শহরটা থমকে যাক স্তব্ধ নিরবতায়।
মেতে উঠুক রিনঝিন শব্দে,
অন্তরিক্ষ কেপে উঠুক মেঘের গর্জনে,
প্রাণোচ্ছল হোক চৈতন্যতা,
মৃত্তিকার সৌরভে মৌ মৌ করুক আশপাশ।
লাজুকতায় নেতিয়ে যাক পুষ্প,
সবুজে আনুক সতেজতা,
তিক্ত শহরে নেমে আসুক মুগ্ধতা।
সিক্ত হোক রমণী কেশ,
দেখতে লাগবে বেশ।
এ শহর জুড়ে বৃষ্টি নামুক!
সিক্ত হোক রোদ্দরের শহরটা,
সিক্ত হোক সর্বাঙ্গ,
মুছে যাক ক্লেশ।
রংধনুর সাত রঙ্গে,
সেজে উঠুক মেদিনী।
কাঠগোলাপের বিন্দু বিন্দু অম্ভ,
ঝরে পড়ুক ভূমিষ্ঠে,
রোদ্দুরে ঢাকা শহরটায়।
আজ বৃষ্টি নামুক
তারার আকাশটা ঢেকে যাক কালো মেঘে।
নেমে আসুক শীতলতা,
শা শা হাওয়ায় শিহরিত হোক সর্বাঙ্গ।
স্ব স্ব নীড়ে ছুটে যাক পাখিরা।
নামুক না এ শহর জুড়ে বৃষ্টি!
নিষিক্ত হোক সমস্ত জগৎ,
মুছে যাক অম্ভরের কৃষ্ণ মেঘ।
নেমে আসুক বর্ষন,
স্নিগ্ধ হোক ব্যস্ত শহরটা,
এ শহরে বৃষ্টি নামুক
খুব করে।।