দুইফোঁটা জল দেবে ভাই, দুইফোঁটা জল?
একফোঁটা তেলে দেবো, একফোঁটা চালে
হৃদয়ে কষ্টের দহন, বহে ছাঁই উড়া পবন
আগুন লেগেছে তেলে, দেখো খৈ ফুঁটে চালে।
দুইফোঁটা তেল দেবে ভাই, দুইফোঁটা তেল?
একফোঁটা ডালে দেবো, একফোঁটা চুলে
রসনা স্বাদ খুঁজে, চুল খুঁজে রূপ
জীবন তো বুঝেনা জীবনের স্বরূপ।
দুইফোঁটা বিষ দেবে ভাই, দুইফোঁটা বিষ?
একফোঁটা ভাতে দেবো, একফোঁটা নুনে!
আপনারে করি সংহার, এ মোর অধিকার
বিষ মেখে ভাত খাবো, সুখ নিবো কিনে।
ভোগ্যপণ্য পাগলা ঘোড়া, লম্ফ দিয়ে চলছে সে
মুটি মেরে ঝুঁটি ধরে পুচ্ছটা’কে টানবে কে?
তুই জানোয়ার মুখোশধারী খাতুনগঞ্জের মজুদদার
সময় এলে বলবো কথা, জবাব দিবি তার।
হাটে গেলে হৃদপিণ্ড কাঁপে থর্ থর্—
এটা ছেড়ে ওটা ধরি, ঠিক হয়না দামদর
অবশেষে শূন্যহাতে, সন্ধ্যারাতে ফিরি ঘর
হেথায় আছে যমদূত! আজরাইলের ডর।
ইচ্ছে গুলো জমিয়ে রাখি স্বপ্ন দেখি সোনার দেশ
সাধ আছে সাধ্য নাই, নুন আনতে পান্তা শেষ
কৈ এর তেলে কৈ ভাজি, মাছের তেলে মাছ
ভাত ছেড়ে আলু খাই, তিনবেলা আজ।
ক্ষুধিত আমি- অন্নের সন্ধানে ব্যথিত,বিষন্ন
কর্ম দাও, মূল্য দাও শ্রমের- ভাগ্য করো প্রসন্ন
শোন হে ভাই গায়ে জোর নাই, বলি ফিস্ ফিস্
ভাত দাও বঙ্গজননী, না হয় দুইফোঁটা বিষ!
সরওয়ার মামুন
১৪/০৩/২০২২ইং