যে প্রশ্নের উত্তর জানা সেটা আর প্রশ্ন থাকে না
তাই এটাই বোধহয় ঠিক- কিছু পাখি আজন্ম যাযাবর।কিছু নদী চির দুঃখী
সাগরের বুকে নিষিদ্ধ বলে
সব মেঘে জল নেই আছে জলের হাহাকার
কিছু চাতক তাই আজো শুধুই দহন কুড়ায়।
কিছু ভুল আদৌ কি ভুল নাকি নিজেকে আড়াল করার ব্যর্থ প্রয়াস?
ভুলে যাওয়া আমার স্বভাব নয়।
ভুলে যাওয়া উচিৎ ও নয়।
তবে সব কিছু একসাথে একজীবনে মানুষের পাওয়া হয়ে ওঠে না। সব দোর বন্ধ করে যে গহীন আধারে চলে যায় সে কি করে আলোকের সন্ধান করে?
আমাদের চাওয়া আর পাওয়ার মাঝেই থাকে দূরত্বের হাতছানি।
আবেগের লাগাম রাখার জন্যই আমরা অপরিচিত। কিছু নাম দোয়াতে থাক নীরব অভিমানে।
কিছু দায় আমারই থাক ব্যর্থ সংগোপনে।
আমি আজন্মকাল ঋণ-ই রয়ে গেলাম ভালবাসার দহনে!!
আঞ্জুমান আরা লাকী
২৫.০৩.২০২২