ভাসবো আমি একজনারে নিয়ে
বলবো না সেদিন এসো সাথে
একান্তে একেলা সময়ে ফিরিবো তীরে
আমার সেই খড়কুটোর অগোছালো নীড়ে,,।
ভাসবো খেয়ার পালে
ধীরে ধীরে নিরবে নিভৃতে
অশান্ত জল রাশির কনা বেয়ে
ফিরবো আবার একেলা নীরবে কূল বেয়ে।
ভাঙ্গনের খেলায় মাতিয়া ছিলো দু কূল
হঠাৎ দূরের সীমানা ছাড়িয়ে গেল চক্ষুশূল,,
এসো না কূল,কাছে ফিরিয়া
এসো না নদী ছোট হয়ে এ পাড়ে কূল ঘেসিয়া।
এই বেলায় না হোক সেই বেলার অপেক্ষা
চাহিয়া রবো ঢেউয়ের পানে
কখনো যদি ফিরিয়া পাই নদীর বুকে
আমার ফিরে যাওয়ার ডিঙি নৌকা কে।
ভাসি ভাসি,ডুবি ডুবি এ কুলে এসে
আমায় লয়ে ফিরবে বলেছিলে,,
আশায় আশায় চক্ষু আমায়
ক্ষয়ে যায় অবেলায়,তবুও ফিরিবার লেশ নেই
এ বেলায় কি ফিরিয়া, অবেলায় এসো,,
অপেক্ষারা ভাবিয়া মরে হয়তো পাওনি মোরে
নীলকান্তের নীলাভ্র নীলের পরে,,।
ওহে ডিঙি নৌকা,এসো না এ কূলে
নীড়ে ফেরার সময় যে হয়ে এলো
দেরীতে ফিরিলে কুটির আমার হবে যে এলোমেলো
এ ঘোর যেন কাটে না মোর,
তীরে ফেরার আকুতিতে মোর প্রাণ কাঁদে বারেবার
হয়তো বা দেখা মিলিবে না এ বেলায়
এসো না কিছু সময়ের পরে
একবার নিতে আমায়,,,,।