দিলরুবা পাথরের নাকফুল

Photo of author

By Shahana Jasmin

দুপুরের পেকে যাওয়া রোদের শরীর এলিয়ে
হঠাৎ ঝুম বৃষ্টি নামে আমার নিউ বেইলি রোডে

একটা দমকল বাহিনীর গাড়ি সাঁ করে চলে গেল
যেন চোঁখের ভিতর দিয়ে
এতো বৃষ্টি তবুও কোথাও দাবানল নেভাবে।

মুষল ধারে বৃষ্টি ঝরছে
অনেক কর্পোরেট কবিতার জন্ম হচ্ছে ঝুম বৃষ্টি তে
ঘাস নেই ছাঁদে, না থাকুক তবুও ভিজছি
তোমার সঙ্গে বৃষ্টি র জলে গা ঘেঁষে

হঠাৎ আমার নাকের দিলরুবা পাথরের নাক ফুল
ছাদের বৃষ্টি জল নদীতে পড়ে গেলো
খুঁজে পাই না বলে মন খারাপ আমার।

তুমি আমাকে বললে,

একটা নাকফুল নদী তোমাকে দিলাম,
আমিও খুশি হয়ে নাক ফুল নদী নিলাম

নাক ফুল নদীর জলে দু পায়ে নুপুর পরে
আলতা রাঙা পা য়ে তোমার সঙ্গে ভিজছি।

মনে হচ্ছে সেই শৈশবের ব্রহ্মপুত্রে জামালপুর এর
সেখানেই ডুবে থাকি তুমি আর আমি আজন্ম।

আর কত দিন বাঁচবো জানি না তবু ও
যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে নাক ফুল নদী তে
পা ডুবিয়ে ডুবিয়ে বসে থাকি।
ব্রহ্মপুত্রের জলল ঠান্ডার মতোন।

ও দিকে পরে থাকুক
ভাইরাল আলোচনা, নানাবিধ অধিকার নিয়ে টক শো লাল গোলাপ , কাঠ গোলাপ, গোল টেবিল আলোচনা
এক দিনের কর্ম সুচি নানাবিধ আলোচনা।
থাকুক পরে।

পরে থাকুক শেয়ার মার্কেটের দর পতন,
নানা বিধ কর্মশালা,

আমি আর তুমি পা ডুবি
য়ে বসে আছি
নাকফুল নদী র জলে ছাঁদে।
সুই চোরা তিত পুঠি ভেসে যায় তাদের বাসর ঘরে।

আমি তুমি বসে আছি নাকফুল নদীর বরফ গলা জলে
একটা দিলরুবা পাথরের নাকফুল নদীর জলে
সারাক্ষণ থাকতেই ভাল লাগে।

♥️
শাহানা জেসমিন
৯/৬/২২