dandik

এজীবন সরলে গরলে
নরমে গরমে কেটে যায় বেলা!
তবুও কোথাও হয়ে যায়
একতরফা হেলাফেলা!
তোমার সংগে বেঁধেছি
আমারও প্রাণ সুরের বাধনে..
না কবিগুরুর মতো করে নয়।
রাবীন্দ্রিক কিছুইতো নয়,নয়কো ছান্দিক
শুধু ই চলে এজীবন দুই তরফা দ্বান্দ্বিক!
যখন জীবন চাইছে প্রশংসা তোমার
তুমি বুঝে না বুঝেই ঠোঁট উল্টে কর তার সৎকার!
অথচ সেই তুমিও অন্যের সাফল্যে
যখন হচ্ছ সত্যি সত্যিই আবেগ আপ্লূত,
তোমার সেরূপ দেখে জীবন হয় অযথা বিব্রত!

ফাতেমা_হোসেন
৩০/১/২২