ডাক পাঠিও গরম দিনে হঠাৎ পেলে তেষ্টা
ডাক পাঠিও ঘুম না পেলে অনেক করে চেষ্টা,
ডাক পাঠিও মনের ভুলে পড়লে কামড় জিভে
ডাক পাঠিও লোড শেডিং-এ বিজলি গেলে নিভে,
ডাক পাঠিও খুলতে হাতের আটকে পড়া চুড়ি
ডাক পাঠিও আচার-তেলে মাখালে ঝাল মুড়ি,
ডাক পাঠিও আটকে গেলে বোতল-ছিপি ঢাকনা
ডাক পাঠিও উঠলে ছাদে, কাজ পড়ে থাক, থাক না,
ডাক পাঠিও চিনাবাদাম ভাজলে বষ্টি নি
ডাক পাঠিও টক মাখা ঝাল ফুচকা আনতে কিনে,
ডাক পাঠিও না হলে টিপ ঠিক কপালের মাঝে
ডাক পাঠিও ভুতুড়ে কাক দেখলে ভরা সাঁঝে,
ডাক পাঠিও বিঁধলে পায়ে বেহায়া চোরকাঁটা
ডাক পাঠিও মিষ্টি কমে তিতো হলে চা’টা,
ডাক পাঠিও বারান্দাতে দেখলে শালিক জোড়া
ডাক পাঠিও চায় খেতে মন একটু আলু পোড়া,
ডাক পাঠিও অকারণে নাচলে চোখের পাতা
ডাক পাঠিও যদি হারায় পদ্য লেখার খাতা,
ডাক পাঠিও কাঁপলে শরীর তেলাপোকার
ভয়ে ডাক পাঠিও দুষ্ট লোকে নয়কে করলে ছয়ে,
ডাক পাঠিও উড়ে এসে পড়লে চোখে বালি
ডাক পাঠিও ফুরিয়ে গেলে বলপেনেতে কালি,
ডাক পাঠিও নিখোঁজ হলে জুতা আরেক পাটি
ডাক পাঠিও উল্টে গেলে গরম দুধের বাটি,
ডাক পাঠিও গরম কফি ঠাণ্ডা হয়ে গেলে
ডাক পাঠিও বাল্যসখীর হঠাৎ দেখা পেলে,
ডাক পাঠিও দুর না হলে মাথাধরার কষ্ট
ডাক পাঠিও পথে যদি সিএনজি হয় নষ্ট,
ডাক পাঠিও জানলা গলে বৃষ্টি এলে ঘরে
ডাক পাঠিও শাড়ির কুচি ধরতে সঠিক করে,
ডাকা পাঠিও ছায়া বিহীন বিড়াল দেখলে রাতে
ডাক পাঠিও মধ্য-তালু চুলকালে বাম হাতে,
ডাক পাঠিও তাড়াহুড়ো হেঁচকি উঠলে খেতে
ডাক পাঠিও বৃষ্টি-জমা রাস্তা ওপার যেতে,
ডাক পাঠিও দেখতে খেয়ে রান্না সঠিক নুনে
ডাক পাঠিও ক্লান্ত হলে সাঁঝের তারা গুনে,
ডাক পাঠিও বৃষ্টি-দিনে না পাও যদি ছাতা
ডাক পাঠিও হিংসুটেরা বললে তোমায় যা তা,
ডাক পাঠিও নামাতে অ্যাপ নতুন কেনা ফোনে
ডাক পাঠিও হাসনাহেনা ফুটলে ঘরের কোনে,
ডাক পাঠিও উঠলে কেঁপে বুকটা প্যাঁচার
ডাকে ডাক পাঠিও সময় সময় কাজের ফাঁকে ফাঁকে।
ডাক পাঠিও দুঃখে সুখে উদাস করা ক্ষণে
ডাক পাঠিও ঘটলে কারণ কিংবা অকারণে ।