রাতের আকাশের তারাগুলো যেমন
মিটিমিটি হাসে
তুমিও কি তারাদের মতো তেমনই হাসো?
সাগরের উত্তাল ঢেউ যেমন
তীর ছুঁয়ে যায়
তুমিও কি ঢেউ এর মতোই মন ছুঁয়ে যাও?
পাহাড়ের ওপরে সাদা মেঘ যেমন
ভেসে বেড়ায়
তুমিও কি মেঘেদের মতোই মন ভাসাও?
বৃষ্টিরা অঝোর ধারায় ঝরে যেমন
প্রকৃতি ভেজায়
তুমিও কি প্রকৃতির মতোই মন ভেজাও?
শীতের ভোরে শিশির যেমন
ঘাস ছুঁয়ে সুখ খুঁজে পায়
তুমিও কি ঘাসের মতোই সুখ খুঁজে পাও?
রাখাল যেমন মনের আঙিনায়
বাঁশির সুরে সুর তুলে
তুমিও কি তেমনই করে সুর তুলে যাও?
লীনা ফারজানা
২২এপ্রিল,২০২২ইং