বিভ্রান্ত রাত

Photo of author

By Surajit Paul

ধরা দেয় গভীর রাতে,
বিভ্রান্ত রাত উদভ্রান্ত।
ধুলি লিপ্ত কল্প বৃত্ত,
বুনন জালে করে আবদ্ধ।
কতো শত স্রোত প্লাবিত,
রক্ত কণায় কম্পন ধাবিত।
নিশুতি কাঁদে ব্যথা জাগে,
হৃদয় শীতল তুষার পাতে।
তাতে থাকে কিছু সঠিক,
বিদেহী মন বেঠিক।
মস্তিষ্ক চক্রে ঘূর্ণাবর্ত,
খুঁজে ফিরে নিশি রিক্ত।
স্বপ্নভঙ্গের করুন রাগ,
ব্যর্থতার পুঞ্জীভূত অনুরাগ।
বিছানা চাদর ওলোট পালোট এটাই বুঝি খাঁটি,
বাকি সত্য আর সব শক্ত পাথর বাটি।