
চলে এসো চুপিচুপি অপেক্ষার কাছে

আমার কলমের ছোঁয়া
তোমার কবিতার ‘পরে
আবার আন্দোলিত হই
ইচ্ছে করে আরেকবার ছুঁই
আরেকবার…
তোমায় কবিতায় সাঁজাতে
কবিতা হও
কবিতা হবে? কবিতা সাঁজতে?
বাসা বাঁধবে মনের ঘরে
হৃদয়ের ছোঁয়ায় নাম হারাবে
আচ্ছা, এখন তবে আসি
আবেগী হইয়ো না
সখি, যেথায় আছো ভালো থেকো
হৃদয় ছোঁয়ায় নাম লিখিয়ে
চলে এসো চুপিচুপি
অপেক্ষার কাছে—
কবিতার কল্পরাজ্যে
কবিতা সাঁজতে
কবিতা সাঁজাতে
অপেক্ষার কাছে…
©আলম – ২৯ এপ্রিল ২০২৪ইং, রাত ১০টা ৩৬মি.