ছুঁয়ে দেখিনি কখনো

Photo of author

By Mahbuba Akhter

বেশুমার ভালো লাগা, বেদম সুখের,
নির্লোভ বোধের কিছু কষ্ট স্মৃতি, সময়ের আবহে
সাঁতরে সাঁতরে ভেসে যায় স্রোতের টানে।

যদি ও তোমাকে ছুঁয়ে দেখিনি কখনো,
মনের নির্যাসে চুমুক দিয়েছি ভালোবাসার মদিরায়
মনে হয়েছে পুরো সুখ, পুরোটাই আমার অমৃত
আনন্দলোক, পরম পাওয়া।

যদিও তুমি কিছুই বলোনি, রেখে দাওনি কোনো প্রশ্ন
হঠাৎ দমকা বৃষ্টির জল আমার বুকে নদী হয়,
ভালোবাসার নদী
বেসামাল হয় আমার তাবৎ পৃথিবী।

নিপুণ নক্ষত্রের মতো ঘিরে রাখে আকাঙ্ক্ষার সীমান্ত,
প্রণয়ের মোহন রাজত্ব আমার।

একহাতে জলের সমুদ্র,আরেক হাতে আকাশ
জোছনার সুবাসে মাতাল বৃষ্টি, ঠোঁটের দীর্ঘ স্পর্শে
উষ্ণ কাতরতা,
হৃদপিণ্ডে স্বপ্নের জলরাশি, থৈ থৈ স্রোত।

বৃষ্টি ঝরুক আমার ক্লান্ত-মনে,গোলাপের বাগানে,
ঝরুক বৃষ্টি উদাস রৌদ্রময় সুগন্ধি শরীরে।

আমার ঘরে বাইরে, ঝরুক বৃষ্টি নামুক অঝোর ধারায়,
বৃষ্টি ভালোবাসা হোক, যদি ও তুমি কিছু বলোনি,
রেখো দাওনি কোনো প্রশ্ন।

যদিও তোমাকে ছুঁয়ে দেখিনি কখনো,
হৃদয়ের অলিখিত খতিয়ানে যে চোখ কথা বলে নিরন্তর
যে ঠোঁট আঁকিবুঁকি খেলে প্রেম মহুয়ার রসে।

অবিরল ঝরুক বৃষ্টি,প্লাবিত হোক চাষের জমি
জোছনার ঘ্রাণে,
দৃষ্টির শরীরে টলটলে জল গড়িয়ে গড়িয়ে
পতনের পতন দিয়ে জন্ম নিক একটি অবাক সূর্যোদয়।

যদিও তোমাকে ছুঁয়ে দেখিনি কখনো

মাহবুবা আখতার
ঠাকুরগাঁও
১৫.০৩.২০২২খ্রি.