ছোয়াঁটুকু প্রেম

Photo of author

By Yeasmin Ahmmed Kakoly

মধ্যরাত, মৃদু বাতাসের শির শির আওয়াজ
হৃদয় উতলা জোনাকি পোকার বহ্নি শিখা
শরতের কাশবন এমনি উতলা মন
বার বার ফিরে যাই
বুকের কোণে জমিয়ে রাখা
ঘূণেপোকার দল শেষ করে দেয়
ঘুমহীন স্বপ্নাতুর দু’চোখ
তাকিয়ে গগণ পানে
উৎসুক বাতায়নে মনখানি রাখি সেখানে
যেখানে স্পর্শ, অনুভবের হাত খানি
হীমশীতল প্লাবন শুষেনেয় উন্মাদনা
তবু ভয়ে কাঁপে বুক শিহরীত মন
চেপে রাখি বারূদের বুদবুদ
স্মৃতির অতলে হাতরে ফিরি এতটুকু প্রেম
সেখানে লুকানো আবেগ বিস্ফোরিত দাবানল
বুকের মধ্যে জ্বলন্ত আগুন তবুও নিশ্চুপ
জ্বলে পুরে ছাঁই টুকু রেখে হাতেহাত ঘর্ষণে আগুন
উষ্ণতায় ভরপুর চেতনাবোধ
বিস্মৃত অতলে হারানো সুখ, ছুঁয়ে আছো এখনও।