চেনা অচেনার আসা-যাওয়া বিরামহীন
দেখা পাই না আত্মায় বাস আমার সেই চেনা
নিজের সাথে নিজে কিছু কথা বলি আর ভাবি
চেনা-তোমরা যদি কিছু শুনতে পাও
আমার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে বলে
কথাগুলো আমার
শুনতে পাওনা বুঝতে পাওনা
আমার গায়ের রং বদলে গেছে
চিনতে না পাওয়া ধূসর মলিন রঙে
কি হবে শুনে, কি হবে আমায় চেনার ভান করে
আমি তো অভিযোগ করিনি, করবোও না
অভিমানটুকু আমার
অভিমানী হয়ে থাকুক না বেঁচে আমার মাঝে
ভালোই হয়েছে
অচেনা হতে দিয়েছো এই আমি কে
অচেনা হতে পেরেছি আমি
ভালোই তো আছি
এভাবেই ভালো থাকতে শিখে গেছি
বদলে যাওয়া ধূসর রঙের মানুষ হয়ে
ফিসফিসিয়ে নিজের সাথে নিজে কথা বলে
আমি শুধু আমার হতে পেরেছি
আমারই আমি
শুনশান নিরবতা
কোন ভিড় নেই
নেই কোন চেনা-অচেনার আনাগোনা…
©আলম – ১২ আগস্ট ২০২৩ইং, রাত ৯টা ৩১মি.