চাঁদ ও রাতের গল্প

Photo of author

By Mohammad Oliur Rahman Khan

দিগন্ত জুড়ে নিমগ্ন নীরবতা
চারিদিকে মৃদুমন্দ বাতাস
পাখিরা ফিরেছে নীড়ে
কৃষানির ঘরে ধোঁয়া তোলা গরম ভাত
অন্য প্রানীরাও নিজ গৃহে।

ধানের ক্ষেত ফসলের মাঠ
সবুজ থেকে হয়েছে ধুসর
বিদ্যুত বিহীন এই এখানে
নেই কোন আলোর খোঁজ আজ
কাদামাটির আঁকাবাঁকা পথ চলে গেছে
গ্রামের একেবারে শেষ সীমানায়।

মন্থর সন্ধ্যা আজ খুব বেশি অস্থির
কি যেনো পাওয়ার নেশা জেগেছে তার মনে।
আজকের সন্ধ্যাটা কি আগুন লাগা!
বসন্ত কি ছুঁয়েছে তাকে!
দিনের আলো শেষ হতেই উন্মুখ সে
নতুন বন্ধুর দেখা পাবে বলে হয়তো
স্তব্ধ, নীরব, লজ্জাবতী আজকের সন্ধ্যা।

বন্ধু তার দেখা দিয়েছে নতুন সাজে
নীল আলোয় মেঘের ছায়ার মতো এসে
জোসনা অবগাহন করছে বন্ধু সন্ধ্যাকে
আস্তে আস্তে সন্ধ্যার বাড়ছে বয়স
বাড়ছে ভালোবাসার নতুন উন্মাদনা।

সন্ধ্যা হয়েছে এখন রাত
চাঁদের নীল আলো আরও বেশী মধুময়
দিগন্তের মাঠে আজ তাদের লুকোচুরির খেলা
মিষ্টি বাতাসে দুলছে প্রকৃতি
রাত আর চাঁদ যেনো আজ এক নতুন জুটি
ভালোবাসতে কেবল মানুষই পারেনা
প্রকৃতিও পারে, পারে নিজেদের মতো করে
বাসতে ভালো এমন নতুন আলোতে।