Category: Poems

  • বেহিসেবী কাব্য

    ঝরা পাতা ঝরে যাক
    স্মৃতিগুলো পড়ে থাক,
    অবহেলে ঝুলে থাকা
    ইচ্ছেরা উড়ে যাক…..

    অব্যক্ত কথাগুলো
    না বলাই থেকে যাক,
    লুকানো সে বেদনা
    আড়ালেই থেকে যাক…

    উড়ে চলা পাখি মন
    খাঁচাতেই পোরা থাক,
    নিয়মের পাল তোলা
    নৌকাটা ভেসে যাক….

    ফাগুনের আলো এসে
    ধোঁয়াশাটা কেটে যাক,
    হিসেবী ভালোবাসা
    বেহিসেবী হয়ে যাক….

    দ্বিচারিণী পোড়া মন
    জ্বলে যাক পুড়ে যাক,
    পরবাসী স্বপ্নরা….
    আধোঘুমে জেগে থাক ;

    অভিমানী ক্যানভাসে
    সব রঙ ছুয়ে যাক,
    রংধনু আকাশে…
    মেঘফুল ঝরে যাক ;

    নতুনের মোড়কে
    পুরোনো সে প্রেম থাক,
    সুপ্ত সে ভালোবাসা
    উষ্ণতা খুঁজে পাক।।

    শিমু কলি
    ১০/০২/২০২০ইং

  • অ-প্রশ্ন

    অতঃপর
    একদিন হিমেল হাওয়ার দিন পেরিয়ে
    বসন্ত আসবে জানি…
    কিন্তু শুকনো পাতার মর্মর শব্দ পেরিয়ে
    হেঁটে যাওয়া তোমার সে পথের দেখা
    হয়তো আর পাবোনা…..
    পুরোনো চিঠি কুড়িয়ে পোস্টবক্স
    পূর্ণ করার অভিপ্রায়ে রাস্তার দূরত্ব
    আরো একটু বাড়বে নিশ্চয়……
    সহজিয়া ছিলো যে প্রান
    সে প্রানে করা গ্যালভানাইজিং…..
    আদৌও কি পারে দিতে মুক্তি…!
    শত সহস্র ফেরারি স্মৃতি থেকে ??

    শিমু কলি
    ১৩/০১/২০২০ইং

  • খোঁজ

    করতল কেটেছে তাই
    কি করে ধরবে চাঁদের জোছনা!!
    যে চাঁদ হয়েছে পর
    তাকে আর ভুলেও ভেবোনা…..

    ভাবের ইর্ষায় ভেঙ্গে ফেলা
    নক্ষত্রের জাল……
    কাঁটা হয়ে হৃদয়ে বিঁধেনা
    যেনো কাল….!

    ঠুনকো যে সুখে খোঁজো
    ক্ষনিকের আলো…
    চাঁদ গিলে খাওয়া সেতো
    তমসার কালো…..।।

    ক্রোধে ঝলসানো কথা
    সেতো বিষমাখা তীর….
    একবার ছুড়ে দিলে
    ভেঙ্গে মরে যায় নীড়……।।

    স্বীকারোক্তির মাঝে খোঁজো
    পাবে বাগানবিলাস…..
    টুকরো টুকরো বিশ্বাস
    যেখানে বহতা বাতাস….।।

    আধখানা চাঁদ ঝুলে থাকা
    জোছনায়, কুহকিনী সুখ,
    সে সুখ মনে করেই……
    দূর করো সব মনের অসুখ…।।

    শিমু কলি
    ১৯/১১/২০১৯ইং

  • হৃদয়হীন

  • ঋণ

    এমনি এক শ্রাবণ মেঘের দিন
    করেছিলাম ভালোবাসা ঋন….
    দিয়েছিলাম হাজার প্রতিশ্রুতি,
    সে ঋন যে বাড়ছে নিরবধি…..

    মিতালি তার মেঘের সাথে,
    শুধু জলের সাথেই আড়ি….!
    তার নামেতেই এই শ্রাবণে…
    লিখে দিলাম পুরো হৃদয় বাড়ি।।

    শিমু কলি
    ১৯/০৮/২০১৯ইং

  • এলেবেলে

    ঐ যে দেখো,
    বিষন্নতা গেছে উড়ে, মেঘ হয়েছে;
    ঠাঁই নিয়েছে ঐ আকাশে
    ঝরে পড়ার আশে….

    অনুযোগ আর অভিযোগের
    মাত্রা ছিলো তীব্র….
    আলমিরাতে শাড়ির ভাঁজে
    রেখেছি তাই যত্নে
    ন্যাপথলিনের গন্ধে…

    আবেগ সেতো উইল করেছি
    ঐ আকাশের নামে….
    চোখগুলো তাই পাথর হলো
    দুঃখ গেলো উবে…

    বৃষ্টি আসুক এবার তবে
    ভিজুক মনের শহর…
    ভিজতে আর দেবোনা যে
    স্বপ্নডিঙ্গার বহর….।।

    শিমু কলি
    ২৮/০৭/২০১৯ইং

  • তবুও আশা

    তবুও আশা

    না হয় নাই দিলে প্রেম, নাই দিলে ভালোবাসা –
    নাহয় নাইবা দিলে একটুখানি ছোঁয়া একটুখানি আদর মিশ্রিত সাহচর্যতা –
    শুধু একটিবার চেয়ে দেখো,
    একটিবার পেছন ফিরে চাও-
    আমার কৃষ্ণচূড়া আর পলাশের রাঙা রঙ্ দিয়ে
    তোমাকে রাঙিয়ে তুলবো।

    নিরাপদ দূরত্বে থেকে তোমায় তৃষ্ণার্ত তাকাব।
    তোমার উপলব্ধির বাইরে আমারও
    কোনো সাড়া নেই।
    নির্লিপ্ত আমি অনুভবের দরজায় শব্দহীন অপেক্ষায়।
    আমার অপেক্ষায় নেই ‘তুমি’।

    সাত্ত্বিক দরিদ্র চেহারায় কুটির বানাবার সঙ্গতি নেই।
    খোলা আকাশের নীচে কুয়াশার শেষ আমন্ত্রণ,
    বসন্ত বিলাসে প্রকৃতির আবার নতুনরূপে আবির্ভাব।

    আকাশ, পাহাড়, সাগর, নদী ও অরণ্য আমার,
    মেঘ, ঝরা পাঁপড়ি আমার নীরস উপাখ্যানে
    অনন্য উপকরণ।

    নাইবা দিলে প্রেম, নাইবা ভালোবাসা।
    আমার প্রকৃতি আছে।
    সুন্দর প্রকৃতি।

    বাসব রায়
    ০১/০৩/২০১৭

  • যদি / এবং

    যদি / এবং

    একটা ‘যদি’
    শুধু একটা ‘যদি’
    সীমানা হয়ে দাঁড়িয়ে আছে
    তোমার আমার মাঝে
    কি সেই ‘যদি’
    কেন সেই ‘যদি’
    কেন পারিনা টপকে যেতে
    ঐ নীলিমায়, ঐ সীমানায়
    যেথায় থাকবেনা কোন ‘যদি’
    থাকবে শুধু ‘এবং’
    এবং ‘তুমি-আমি’

    © আলম – ১৬/০৯/২০০২ইং, বুধবার ১৩:৩৭, সচিবালয়

  • ভালোবাসায় পুনশঃ থাকে

    ভালোবাসায় পুনশঃ থাকে

    ভালোবাসায় অনেক পুনশঃ থাকে,
    একবার বলা শেষ হয় না কখনও,
    ভালোবাসি—এই শব্দটা যতই বলি,
    তারও থাকে অদৃশ্য উপসংহার।

    তাই ভালোবাসি,
    কারণ প্রতিবার বলার পরেও
    মনে হয়, আরেকবার বলা উচিত ছিল।
    আবারও, একটু নরম করে
    একটু চোখে চোখ রেখে।

    ভালোবাসতে বাধ্য করে,
    কারণ এ কোনো ইচ্ছের খেলা নয়—
    এ এক আত্মসমর্পণ,
    যেখানে বারবার ফিরে আসা যায়,
    প্রতিবার একটু ভিন্নভাবে,
    একটু বেশি করে।

    ভালোবাসায় অনেক পুনশঃ থাকে
    তাই ভালোবাসি
    ভালোবাসতে বাধ্য করে!

    ©আলম – ২৫ জানুয়ারী, ১৯৯৮ইং, ১৩:৪৩

  • কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?

    স্বপ্নটা ভেঙ্গে গেলো।
    বসে আছি সেই থেকে উঠোনে
    একসময় একটা বাদুর মুখ ভেংচি কেটে
    উড়ে গেলো ঐ কলাগাছটার দিকে

    এলোমেলো ভাবনারা ভীড় করছে
    কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?
    তুমি কি শাড়ি পড়েছিলে?
    কষ্ট কি সারা মুখটায় ছেঁয়ে ছিলো?

    আকাশের দিকে তাকিয়ে দেখছি
    রাতটা আজ কতো স্পষ্ট, চাঁদনী
    জোনাকিরা তারাদের মেলা বসিয়েছে

    কিছুক্ষনের জন্য ভাবনাটা ভেঙ্গে গেলো
    ঐ দুরের বাড়ির পাশ দিয়ে কে যেনো যাচ্ছে
    এতো রাতে। ঘেউঘেউ করে চলেছে কুকুরেরা
    আবারও নিস্তব্দতা। শুধু
    বাতাস খেলা করছে ঐ গাছের পাতার সাথে

    কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?
    তুমি কেমন আছো?
    লাল বেনারশী তুমি পড়েছিলে ঠিকই
    সেদিনের গতরাতে হয়তো একটুও ঘুমোওনি, কিংবা
    সারারাত কেঁদে-কেঁদে চোখ ছিলো তোমার লাল

    তুমি কেমন আছো?
    কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?