Select Page

উদাস বসন্ত

উদাস বসন্ত

ভাবছি,
বৃষ্টিভেজা ফাগুন আমার
মেঘের খামে তোমার নামে
পাঠিয়ে দেবো…..
দেখবে ছুঁয়ে ফাগুন আমার
ভিজবে তুমিও…..
চোখের কোণে জল লুকিয়ে
মুছবে তুমিও…..
দেখবে খুঁজে পেতেও পারো
একটু দীর্ঘশ্বাস ;
কিংবা পেতেও পারো
এক উদাসী ক্যানভাস….
পারলে রঙের আচড় কেটো
উদাস বসন্তে….
নাহয়, বৃষ্টি হয়েই ঝরে পড়ো
হৃদয় আঙ্গিনাতে….

About The Author