বসন্ত দিন

Photo of author

By Mohammad Oliur Rahman Khan

চলে যায় দিন
বসন্তে রঙিন
উড়ি হাওয়ায় হাওয়ায়
ভেসে যায় আমার সে দিন।

চলে যায় দিন
আকাশ যে ডাকে আমায়
যাই ফেলে সব কষ্ট দু’হাতে
ভাসি আকাশের নীলে সীমাহীন।

চলে যায় দিন
রাত চলে যায় হঠাৎ একদিন
উড়ি একাই ভোরের হাওয়ায়
দেখা হয়না আর কোন দিন।

চলে যায় দিন
একাকী আপন যাপিত জীবন
সবুজের মাঝে খুঁজি নতুন পথ
আসে মনে বসন্ত দিন।

চলে যায় দিন
স্বপ্ন দেখা দেয় খোলা চোখে
রাত জেগে বসে থাকি একা
মন করে তোমার তরে চিনচিন।

চলে যায় দিন
মানিনা যে কোন আইন
ভালোবাসি বলে যাই বারবার
শত সহস্র রাত আর দিন।

অলিউর রহমান খান
গাজীপুর
১২.০৩.২০২২