বসন্তের হাওয়া

Photo of author

By Subarna Barua

দখিন হাওয়ায় দুলছে আমার
মন পবনের নাঁও
তোকে নিয়ে হারায় আমার মন
অচিনপুরে সুদূর…
সেই সুদূরে হাঁটছি দুজনে
হাতের উপর হাতটি রেখে…
গড়েছি দুজন মিলে ভালবাসার রঙ্গমহল—
সেই রঙ্গমহলে খেলব মোরা,,,
রঙংধনুর সাতটি রঙে ভালবাসার রঙখেলা—-
আমার হৃদয় পূর্ণ রেখো তোমার প্রেমের প্লাবণে,,,
হৃদয় আমার ভরিয়ে দাও
কোকিল ডাকা , পলাশ রাঙা, উদাস ফাগুনে—-
তোমার বুকে যাপন করি আমার রাত্রিকাল,,
তোমার আমার গল্প গাঁথে ফাল্গুনী সকাল—-
কোথায় লাগে টান হারিয়ে ফেলি দিশে,,,
তোমার আমার ভালবাসার জলে বসন্ত যাই মিশে—
যদিও বসন্ত রঙ লাগছে তোমার কৃঞ্চচূড়ার ডালে
অপেক্ষা কর আবির নিয়ে রাঙাবো তোমায়,,,
সোহাগ জড়ানো গালে—
মনেতে ফাগুন বনেতে আগুন
উত্তলা উদাসী মন,,,
প্রণয়পটে তোমার ছবি ভাসে অনুক্ষণ—
যদি পারো এসো কিন্তু
আমার স্বপ্নলোকে মোরা সবুজ ছাঁয়ার গাঁই,,,,
স্বপ্নীল এক যুগল চোখের মায়াবী অঞ্জনায়
আজন্ম লালিত স্বপ্নচোখে গড়ব আমার ,,,
ছোট্টনীড়ে ভালবাসার ঠাঁই—
এসো চলে যাই দুজনে মিলে দূরে বহুদূরে
পালিয়ে পরিযায়ী পাখি হয়ে ঐদূর নীল আকাশপানে,,,
পাখিদের বিরামহীন কোলাহলে বন্ধনহীন বাঁধা পেরিয়ে
নিস্বর্গ নিটোল প্রকৃতির মাঝে অনাবিল আকুন্ঠ সুরের আলাপনে—-
নিভৃত নিকুঞ্জে আবছা আলো ছায়ায়,,
পূর্নিমার চাঁদের আলোর বিভাসিত মনে ,,,
ভাসবো দুজনে মিলে ভালবাসার নীল জোছনায়—
কাঁরুকার্য খচিত আল্পনা আঁকা আমার সুটোল আঙিনায়,,
ফুলের সুগন্ধী ছড়িয়ে দেব উঞ্চ অভৎর্থনায়,,
মঙ্গলালোকে আবির ছড়াবো নব বসন্তের হাওয়ায় ফুলেল শুভেচ্ছায়—

সূর্বণা বড়ুয়া
24-4-2022