দরজা জানালা খোলাই রেখেছিলাম…
আসুক ঝুম বৃষ্টি…
বৃষ্টির ছাঁটে যদি কিঞ্চিৎ ভিজে
শুষ্ক এ মরু মন….
কোথায় সেই মোহময় বৃষ্টি,
কোথায় সেই চিরচেনা বরষা!!
আজকাল বৃষ্টি এলেও
ময়ুর যেনো পেখম মেলেনা…
বৃষ্টি এলেও, মনে ধরেনা
শ্রীকান্তের গান…
ধোঁয়া উঠা কফির চুমুকেও
নেই প্রিয় বরষার ঘ্রাণ ;
পাথর চোখে তাকিয়ে দেখি
শুধু বৃক্ষগুলো ভিজে যায়…
আপাদমস্তক ভিজিয়েও
তারা দাড়িয়ে থাকে ঠাঁয়….।
বৃষ্টি ভেজা কদম ফুলের দিকে
তাকাইনা আর;
কখনো মনের ভুলে যদি চোখ
পড়ে যায়, আৎকে উঠি…
যেনো সেই অতিমারী
ভাইরাসের রুপ!!
এবারের বরষা বিষাদের বরষা,
ফিরতে দেয়না প্রকৃতির কাছে…
মাখতে দেয়না ভেজা মাটির গন্ধ
ভিজতে দেয়না বৃক্ষের মতো ;
আবার,
অপরিচিত এই বরষা নাকি
ভিজিয়ে দেয়, ডুবিয়ে দেয়
আমার শহর এর
সকল আবাস….
রৌদ্রতাপিত শহর আমার
অতলান্তে ডুব দিয়ে
অনিচ্ছাতেও করে,
পানির সাথে সহবাস!!
তবুও কারা যেনো বলে —
আহা কি নান্দনিক বরষা!!
আমিতো দেখি ভিষণ কুৎসিত মেডুসা!!
এক বসন্ত থেকে এক বরষা
চারিদিকে শুধু হারাবার ভয় ;
বিষাদের এই বরষা…
না, কোনদিনই আমার নয়।।
শিমু কলি
০৬/০৭/২০২০ইং