বন্ধু বোঝে বন্ধুকে

Photo of author

By Nazrul Islam

আমি মেঘের কাছে বৃষ্টি চাইনি
সে আমার শুষ্কতা দেখে বৃষ্টি ঝরালো
আমি সিক্ত হলাম।

আমি বসন্তের কাছে ফুল চাইনি
সে আমার মলিনতা দেখে ফুল ফোটালো
আমি ফুলেল হলাম।

আমি সূর্যের কাছে রোদ্দুর চাইনি
সে আমার শীতে আড়ষ্টতা দেখে রোদ হয়ে এলো
সে উষ্ণতায় আমি ঝরঝরে হলাম।

আমি চাঁদের কাছে জোছনা চাইনি
সে আমার অপেক্ষা দেখে জোছনা হয়ে এলো
আমি পদ্ম ঠোঁটে হাসি ছড়ালাম।

আমি বাতাসের কাছে অক্সিজেন চাইনি
সে আমার শ্বাসকষ্ট দেখে অক্সিজেন নিয়ে এলো
আমি বুক ভরে নিশ্বাস নিলাম।

নজরুল ইসলাম