হৃদয়ের সবটুকু উজার করে বন্ধু তোমায়
ভালোবাসি, এই ভালোবাসা কোন কামনা
বাসনার নয় শুধু হৃদয়তাঁর।
বন্ধু তুমি নারী হলে, বন্ধুর কোন সমস্যা নাই
যতো সমস্যা, বন্ধু তুমি পুরুষ হলে!
কেন বন্ধুকে মানুষ ভাবা যায় না?
আর কত কাল চলবে নারী পুরুষের এই বৈষম্যের
দন্দ, কাউকে মন থেকে বন্ধু ভেবে নিলে সে পাছে
ভাবে কোন দুর্বলতা আছে মনে!
এই বিংশ শতাব্দীতে এসে আজও আমরা নারীকে
মানুষ ভাবতে পারলাম না, শুধু ভোগের বস্তু ছাড়া।
পৃথিবীতে বন্ধুর মতো আপন আছে কতো জন
যাকে মনের সব দুঃখ কষ্টের কথা বলা যায় ,
যাকে চলার পথের আলোর দিশারী ভাবা যায়।
একজন প্রকৃত বন্ধুই পারে সব সুখ দুঃখের
ভাগীদার হতে, একজন বন্ধুই পারে বন্ধুর
জীবনের সুখের পসরা সাজাতে।
বন্ধু জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে এক
জন সুহৃদয় বন্ধু সেচ্ছায় যেতে পারে নির্বাসনে,
কখনও নারী বন্ধু, পুরুষ বন্ধুকে কামনা বাসনার
মানুষটি ভাবে না, তাই তো বারংবার ধোঁকা খায়
নারী বন্ধুটি পুরুষ বন্ধুর কাছে।
বন্ধুকে ভালোবাসি সে হয় নারী না হয় পুরুষ
বন্ধুত্ব হবে মানুষে মানুষে থাকবেনা কোন
নারী পুরুষের ব্যবধান, শুধু হৃদয়ের মেল বন্ধনে
বাধা থাকবে বন্ধু বিশ্বাসও সম্মানে।
সাহানা চৌধুরী
মির্জা সহিদপুর, ওসমানী নগর, সিলেট
২৭/০৩/২০২২ইং