বকুলের আঙ্গিনায়

Photo of author

By Ummul Khayer Fatema

আমি অবুঝ ছিলাম
তুমি কথা রাখনি
নিজেকে গুটিয়ে নিলাম,
আমি আবেগি ছিলাম
শ্রাবণ ধারা দেখনি তুমি
তাই হারিয়ে গেলাম।

তুমি ছলনায় জড়িয়ে ছিলে
নির্বোধ ছিলাম আমি
শুধু নিজেকে প্রবোধ দিলাম,
উপেক্ষা করেছ তুমি
আত্মসম্মান বুঝিনি তাই
আমি অপেক্ষায় ছিলাম।

তোমার নিশানা ছিল সুক্ষ্ম
তারই আঘাতে হয়েছি বিদগ্ধ
নিজের কাছেই হেরে গেলাম।
শ্রাবণ সন্ধ্যার আঙ্গিনায়
তোমার মালতী ফুটেছিল
আমি বকুলের মতো ঝরে গেলাম।

ভালোবাসনি কোন দিন
নয়নের কথা ছিল না মনে
আমি বিস্মিত হলাম,
প্রিয়জন কভু হইনি তোমার
পরিপূরক তো নয়ই কোনদিন
সীমানার অদূরে ঠাঁই নিলাম।