Tuesday , 4 November 2025
Trending

বিরহিণী চাঁদ

বিরহ লুকিয়ে আবার জাগতে চাই
নিস্তব্ধ সহস্র রাত্রি…
তোমাকে এবার একটু ভাবাতে চাই
আমার আগুন্তক যাত্রী…
থাকুক একাকীত্ব, তবুও তোমাকে
হারানোর গুমড়ে উঠা হৃদয়ে
চাই প্রবল উম্মাদনা;
স্বপ্নারোহনের বিলাপে
দানা বাধুক কামনারা…
গোপনে গহীনে না বলা কথা
থেকে থেকে হোক স্পন্দিত;
খুজে নিতে চাই প্রতিটি
দীর্ঘশ্বাসে তোমারই অস্তিত্ব।
অধর প্রকোেষ্ঠ নিতে চাই
অনন্ত তৃষ্ণার বিষ…
আশান্বিত স্বপ্নরা না বুঝেই
দিয়ে যাক প্রদীপ্ত শীষ…
বাজুক এবার উষ্ণতার সিম্ফনি
নিঃসঙ্গ ডুবোচরে…
গুপ্ত কথার কাব্যচিত্র হোক
শুন্য ক্যানভাস জুড়ে।
সকাল দুপুর বিকেলগুলো
আসে যদি বিষন্ন আবরনে,
না ছুবোনা শুধু – ভালোবেসে
তাদের জড়াবো আলিঙ্গনে…
তোমাকে এবার একটু ভাবাতে চাই,
তুমিহীন গাঢ় উপলদ্ধিতেও ;
আমি তোমাকেই চাই…
ভিষন প্রতিরোধেও যা হবার
হতেই থাক…
বিরহী গগণজুড়ে জেগে থাক
একাকী বিরহিণী চাঁদ…

Check Also

bristiveja fagun

উদাস বসন্ত

ভাবছি,বৃষ্টিভেজা ফাগুন আমারমেঘের খামে তোমার নামেপাঠিয়ে দেবো…..দেখবে ছুঁয়ে ফাগুন আমারভিজবে তুমিও…..চোখের কোণে জল লুকিয়েমুছবে তুমিও…..দেখবে …