তোমার সুখেই সুখ খুঁজি,
তোমায় নিয়েই আছি।
ভালো-মন্দের কী আর বুঝি!
এই তো আজও বেঁচে আছি!
দিনগত পাপক্ষয়ে দিন গুজরানে,
কাটে দিন জীবন-জীবিকার গুণ টেনে।
স্বপ্নে শান, স্বপ্ন বুনন, বিলাসিতা পর্যাযে়।
স্বপ্নতরীর পাল ভেঙেছে, অ-কালবৈশাখী এক ঝড়ে।
বাঁচার জন্য বেঁচে থাকা শুধু,
গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে।
স্বপ্ন আসে না, স্বপ্নে ভাসি না,
আছি খটখটে জমিনে দাঁড়িয়ে।
ভোরের স্বপ্ন, আশার আলো ভেঙ্গে চুরচুর,
ভাঙ্গা-গড়ার প্রাকৃতিক অমোঘ নিয়মে।
ইতিহাস হয়ত রচিত হল না,কোনো সঙ্গত কারণে।
কোনো রেকর্ড ছোঁয়া বা ভাঙ্গা গেল না,নিয়মের বৈধতা ডিঙিয়ে।
বিশ্বাসের মর্যাদার পুরস্কার হিসাবে যেন পেতে পারি,
ছুঁয়ে দেখার অনুমতি;
দৃঢ় প্রত্যয়ী ঈমানী
শুভকামনায় ওঠানো ওই হাত দু’খানি।
আলমগীর রাহমান