বাবুদের ছড়া

Photo of author

By Zeenat Alam

প্রজাপতি উড়ে বেড়ায়
ফুলের বাগানে
মৌমাছিরা সুর ধরেছে
মৌ মৌ গানে গানে।

ঐ দেখো ঐ বোলতা তেড়ে
আসছে আমার কাছে,
ভয়ে মরি হুল ফুটিয়ে
পালায় যদি পাছে।

ভুত দেখা যায় ভুত দেখা যায়
ওই সে তেতুল গাছে
ঐ ভুত কি আসছে তেড়ে
আমার বাড়ীর কাছে?

এমনিতেই ভুতের ভয়ে
আমি কুপো কাত
তার পরেতে দেখছি এখন
হয়ে গেলো রাত।