Tayebur Rahman
মানব সভ্যতা
ধরণীর বুকে জন্ম নিয়েছি, পেয়েছি এক সভ্যতা।
শস্য, শ্যামল, সুজলা, সুফলা, আর এই মানবতা।
মানব রূপি মুখোশ পড়ে, গায় মোরা মানবতার গান।
ভাগ করেছি, নিজেরাই নিজেকে, কোথায়...
ক্ষুদে চাষী
জমি কিছু আছে তাই
আমি অসহায় এক ক্ষুদে চাষী।
মাঠে ভরা ধান সোনালী ফসল
মোরা কত ভালবাসি।
গরু দুটি ছিল বিদায় দিয়েছি
ভরসা যে ট্রাকটরে।
জৈব সার খুঁজে মিলে না...