Shahanaz Parvin
সেই তুমিটা
তুমি আমার শব্দে থাকো,তুমি না হয়, কলমে থাকো,তুমি আমার কবিতায় থাকো,আমি বরং, উধাও তুমি'টা থেকে, নিষ্কৃতি পেতে চাই না।
রোজ ভেবে, ভেবে, নতুন শব্দ রচনা...
মায়ার শেকল
আমি কি নিজেকে চিনি, না'কি চিনি'নামাতৃহীনা নাকি তুমিহীনা মানুষগুলো চিনি'না।শুনেছি কবিতা নাকি আকাশে লেখা হয়সাদামেঘের বিচ্ছিন্ন পালক বাতাসে ছড়িয়ে রয়,বিধাতা হঠাৎ নিচে এঁকে ফেলেন...