Author: Musrat Jahan

  • ভালোবাসা মানে কি?

    ভালোবাসা মানে কি?
    সারাটা দিন শুধু তোমার কথা ভাবা!
    নাকি সবার মাঝে থেকেও,
    তোমার অনুপস্থিতিতে নিজেকে একা পাওয়া।
    ভালোবাসা মানে কি শুধু মুখে বার বার বলা।
    যে তোমায় ভালোবাসি।
    নাকি শুধু একটি বার মন থেকে বলা।
    তোমায় ছেড়ে কোথাও যাবো না।
    ভালোবাসা মানে কি শুধু হাতে হাত রেখে একটু পথ চলা।
    নাকি একবার ধরা হাতটা আর ছাড়বো না এই অঙ্গীকার করা।
    ভালোবাসা হলো একটা অনুভূতি,
    অন্য সবার কাছ থেকে আলাদা হয়ে কাউকে গড়ে তোলা এক নতুন পৃথিবী।
    একটু খানি হাসি ,
    আর একটু খানি দুঃখ নিয়ে,
    গুটি গুটি পায়ে পরস্পরের সাথে জীবনের শেষ পর্যন্তের চলা।
    ভালোবাসা মানে বুঝি এমনি তোমার অনুপস্থিতি আমাকে কুড়ে কুড়ে খাওয়া।
    ভালোবাসা বুঝি এমনি যা সত্যি কোন ও অনুভূতি দিয়ে বর্ননা করা যায় না।
    ভালোবাসা বুঝি এমনি ।
    তোমার অনুপস্থিতির নিষ্ঠুর সময় টা আমাকে বুঝিয়ে দেয় কতটা ভালবাসি তোমায়।
    তোমার অনুপস্থিতি আমাকে বুঝিয়ে দেয় তুমি ছাড়া আমি বড় একা।
    বিশ্বাস করো অনেক ভালোবাসি তোমায়।
    আমার অনুপস্থিতি ও একদিন তুমি বুঝবে,
    কতটা ভালোবেসেছিলাম আমি তোমায়।
    হয়তো আমি তখন থাকবনা।
    হয়তো চলে যাবো অনেক দূরে তখন তুমি খুজবে আমায়‌।
    পড়ে থাকবে আমার স্মৃতিগুলো,
    যা তোমাকে কুড়ে কুড়ে শেষ করে দিবে।
    সত্যি বলছি অনেক ভালোবাসি তোমায়।
    ভালো থেকো “Mis you!”